বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে আফগানিস্তান !
হ্যা অবাক লাগলেও সত্যি! নিউজিল্যান্ডের
একটি রোবট এমন
ভবিষ্যদ্বাণী করেছে বৃহস্পতিবার ৷
ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের রোবট
ইকরামের এই ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই
চমকে দিয়েছে সকলকে ৷ রোবটটির
নির্মাতা অবশ্য নিজেই এ ব্যাপারে ১০০
শথাংশ নিশ্চিত নন ৷ তাঁর
মতে ভবিষ্যদ্বাণীতে ভুল হলেও হতে পারে ৷
১৪টা ফ্ল্যাগ রোবটটির কাছে রেখে দেওয়ার
পর আফগানিস্তানকেই বেছে নেয় রোবটটি ৷
ভুল হতে পারে এমন আশঙ্কার কথা স্বীকার
করেও রোবটটি নির্মাতা বলেছেন, ‘ ক্রিকেট
নিয়ে আগাম কিছুই বলা যায় না ৷ তাই
কে জানে রোবট সত্যি কথা বলছে কি না!’
হ্যা অবাক লাগলেও সত্যি! নিউজিল্যান্ডের
একটি রোবট এমন
ভবিষ্যদ্বাণী করেছে বৃহস্পতিবার ৷
ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের রোবট
ইকরামের এই ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই
চমকে দিয়েছে সকলকে ৷ রোবটটির
নির্মাতা অবশ্য নিজেই এ ব্যাপারে ১০০
শথাংশ নিশ্চিত নন ৷ তাঁর
মতে ভবিষ্যদ্বাণীতে ভুল হলেও হতে পারে ৷
১৪টা ফ্ল্যাগ রোবটটির কাছে রেখে দেওয়ার
পর আফগানিস্তানকেই বেছে নেয় রোবটটি ৷
ভুল হতে পারে এমন আশঙ্কার কথা স্বীকার
করেও রোবটটি নির্মাতা বলেছেন, ‘ ক্রিকেট
নিয়ে আগাম কিছুই বলা যায় না ৷ তাই
কে জানে রোবট সত্যি কথা বলছে কি না!’
Comments
Post a Comment