স্বাধীন:- এমন কোন মোবাইল ফোন
ব্যবহারকারী নেই
যে কখনো মোবাইলের ব্যাটারীরর
চার্জ নিয়ে বিপাকে পড়েন নাই। অথচ
যদি এমন হয় ইমাজেন্সী ব্যালেন্সের
মতো কোন রকম বৈদ্যুতিক সংযোগ
ছাড়াই চার্জ
ফুরিয়ে যাওয়া মোবাইলে চার্জ
ফিরে আসবে, তাহলে কেমন হয়?
এমনই একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের
জন্য। তবে এটি শুধু নকিয়া ফোন
ব্যবহারকারীদের জন্য।সাধারণত
মাল্টিমিডিয়া ফোন সেট
গুলোতে ব্যাটারীতে চার্জ শেষ
হয়ে আসলে যখন
লো ব্যাটারী শো করে তখন আর
কোথাও আর কলই করতে দেয় না।
এবং ঐ মুহুর্তে কোন ইমাজেন্সী কল
করা প্রয়োজন হলে তাও সম্ভব হয় না।
তবে এ অবস্থাতেও কল করা সম্ভব।
সাধারনত সকল নোকিয়া ফোন সেটই
কিছু চার্জ রিজার্ভ করে থাকে আর
সেটাই আমরা ব্যবহার করতে পারি।
আর সেজন্য আপনাকে *3370#
চাপতে হবে, তারপর আপনার ফোন
রিস্টার্ট নেবে, যদি রিস্টার্ট না নেয়
তবে ফোন সেটটি বন্ধ করে আবার চালু
করুন দেখবেন ফোন চার্জ ৫০%
বেড়ে গেছে!! ব্যাস ব্যবহার করে নিন
সেটুকু। ডি আক্টিভেট করতে পুনরায়
*3370# চাপুন। পুনরায় যখন চার্জ
করবেন তখন ফোন সিস্টেম রিজার্ভ
চার্জ টুকু আবার জমা করে নিবে।
Comments
Post a Comment