ফেঞ্চুগঞ্জ নামে সিলেট এক গ্রামে may10,2016,12:43pm ঘটিকা এক লোক আসে।গ্রামের সবাই কাজেকর্মে ব্যস্ত।
লোকটা গ্রামে এসে মানুস দের কে বোকা বানাই।সে দুই আওয়াজ এ কথা বলে।মানুস তাদের কাজ রেখে আসে দেখতে।তাদের মন গলে যায়। তখন লোকটা তাদের গলে যাওয়ার ফায়দা উঠাই। লোকটা ভন্দামি শুরু করে।এক জনের মাথা দরে,একজনের শরির ভাল হবে বলে কিছু কাগজ দিলো।সবাই তাকে চেয়ার দিয়া বসাই।প্রথমে সে দেখাই টাকা নিবে না।মানুস তাদের সন্তান কে তার ক্রুরে দে।তার পর সে টাকা নেয় সবার থেকে।
Comments
Post a Comment